ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চকরিয়ায় দোকানে আগুন, ব্যবসায়ীর মৃত্যু ৫ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় এক ব্যবসায়ী আগুনে পুড়ে মারা গেছে। এ সময় ভেতর থেকে তালাবদ্ধ করে ওই ব্যবসায়ী ঘুমিয়ে ছিলেন। কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ধরে যায়। এতে দোকানের পাশাপাশি ওই ব্যবসায়ীও পুড়ে ছাই হয়ে যায়। একইসঙ্গে লাগোয়া আরেক ব্যবসা প্রতিষ্ঠানও পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠানের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিয়ান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ব্যবসায়ীর নাম শহীদুল ইসলাম রায়হান (২২)। তিনি ওই এলাকার মৌলানা ইউনুছ আহমদের পুত্র।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জি এম মহিউদ্দিন জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিয়ান সড়কের দিঘীর পাড়ে একসঙ্গে দুটি মুদির দোকান ছিল। প্রতিদিনকার মতো রবিবার দিবাগত রাতে দোকানের ভেতরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন দুই ব্যবসায়ী। তন্মধ্যে রায়হানের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ধরে যায়। দোকানের ভেতর থেকে লাগানো ৩টি তালা খুলতে না পারায় আগুনে দগ্ধ হয়ে মারা পড়েন ব্যবসায়ী রায়হান। তবে পাশের দোকানী শামীম ওসমান প্রাণে বেঁচে যান ফাঁয়ার সার্ভিসের তৎপরতায়।

পাঠকের মতামত: