ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি ::   চকরিয়ায় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামি ডাকাত সর্দার জিয়াবুল হককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় দেশে তৈরি একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি। অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর আলম জানায়, শুক্রবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটার সাপ্লাই রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত নুরুল কাদেরের ছেলে।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার জিয়াবুল পেশায় একজন দুর্ধর্ষ ডাকাত। সে কয়েকবছর আগে ডুলাহাজারার এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলা এবং ডাকাতি মামলার আসামি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: