ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

পেকুয়ায় বালু বোঝাই লরির ধাক্কায় জেটিঘাট বিধ্বস্ত

এম,দিদারুল করিম, পেকুয়া ::   পেকুয়ায় বালু বোঝাই লরির ধাক্কায় জেটিঘাট বিধ্বস্ত হয়েছে।  শুক্রবার ২ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া করিমদাদ মিয়া চৌধুরী জেটিঘাটে এ ঘটনা ঘটে। লরির প্রচন্ড ধাক্কার আঘাতে উজানটিয়া চ্যানেলের ওই জেটিঘাটের দৃই তৃতীয়াংশ বিধ্বস্ত হয়।

প্রাপ্ত সুত্রে জানা যায়, একটি বালু বোঝাই লরি সোনারগাঁও থেকে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের দিকে যাচ্ছিল। এমবি ফাহাদ-আহাদ পরিবহন-১(কে-১৯৯৪৭) নামের লরিটি উজানটিয়া ক্যানেল হয়ে খুরুস্কুল যাচ্ছিল। এসময় দক্ষ চালকের কারণে লরিটি চলমান অবস্থায় হটাৎ সিলেটি বালু বোঝাই লরিটি উজানটিয়া করিম দাদ মিয়ার ঘাটের পাশর্^বর্তী জেটিঘাটে ধাক্কা দেয়।

এ সময় জেটির বেশ কয়েকটি পিলারসহ জেটির দুই তৃতীয়াংশ বিধ্বস্ত হয়েছে। প্রচন্ড ধাক্কার আঘাতে বিএ ডব্লিউ টিএ এর মালিকানাধীন জেটিঘাটের মূল ফাউন্ডেশনে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। উজানটিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এহছানুল হক জানান, রাতে লরিটির ধাক্কায় বিকট শব্দ হয়। এতে স্থানীয় এগিয়ে আসলে তা দেখতে পায়। লরিতে থাকা লোকজন উদ্ধার করে।

এ সময় প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে খবর দেন স্থানীয়রা। এ দিকে জেটিঘাটের ইজারাদার সাজ্জাদ ট্রের্ডাসের সত্বাধীকারী যুব সংহতি পেকুয়া উপজেলা শাখার সভাপতি ও সদর ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদুল ইসলাম জানায়, করিমদাদ মিয়ার জেটিঘাটের ইজারা নিয়েছেন তারা। আগামী বাংলা সনের বৈশাখ মাস পর্যন্ত তারা ওই জেটি থেকে টোল আদায় করবেন।

ইজারাদার জানান, সিলেটি বালু বোঝাই লরিটি পাশর্^বর্তী জেটিঘাটে ধাক্কা দেয়। এ সময় জেটির বেশ কয়েকটি পিলার বিধ্বস্ত হয়েছে। জেটির পিলারসহ জেটির অধিকাংশ বিধ্বস্ত হওয়ার ফলে ঝুঁকিপূর্ণ জেটির আশপাশ এলাকায় কোন ধরনের যাত্রীবাহী ইঞ্জিন চালিত বোট, নৌকা ও যাত্রীসহ মালামাল উঠানামায় শঙ্কা দেখা দিয়েছে।

জেটিটি বিধ্বস্ত হওয়ায় তারা টোল আদায়ে অনিশ্চয়তা দেখা এবং ব্যাপক ক্ষতি সাধিত হবে বলে দাবী করেছেন। এ বিষয়ে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অবগতির অভিযোগ দায়ের করিছি। তবে একটি মহল থানা প্রশাসনের যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে লরিটি ছাড়িয়ে নিতে তৎপর চালাচ্ছে।

লরির সারাং মোঃ সেলিম জানায়, খুরুস্কুলে নৌবাহিনী তত্তাবধানে পাউবোর ব্লক তৈরীর কাজ চলছে। সেখানে তারা ও্ই বালি নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপরে পেকুয়া থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন ভূইয়া গঠনার সত্যতা নিশ্চিত করেছেন।এমবি ফাহাদ-আহাদ পরিবহন-১(কে-১৯৯৪৭) নামের লরিতে থাকা চার জন কে থানায় আটক রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: