ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় প্রয়াত ছাত্রলীগ নেতা আবু ইউছুপ স্বরণে খতমে কোরান মিলাদ জেয়াফত সম্পন্ন

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

টানা পাঁচদিন ধরে ডেঙ্গু জ্বরের সাথে যুদ্ধে পরাস্থ হয়ে অকালে মৃত্যুর কাছে হেরে যাওয়া চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহবায়ক পরিচ্ছন্ন ছাত্রনেতা আবু ইউছুপ জয় স্বরণে গতকাল শুক্রবার বাদে জুমা চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামে নিজবাড়িতে খতমে কোরান মিলাদ মাহফিল ও জেয়াফত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওইসময় ছাত্রলীগ নেতা আবু ইউছুপের বাড়িতে অনুষ্ঠানে অংশনেয়া পরিবার সদস্য, স্বজন, প্রতিবেশি ও আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের চোঁেখর জলে শোকাহত পরিবেশ বিরাজ করে।

গত ২৮ অক্টোবর ভোরে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালের আইসিসিইউতে নিবিড় পর্যবেক্ষনে থাকাবস্থায় টানা পাঁচদিন ধরে ডেঙ্গু জ্বরের সাথে যুদ্ধে পরাস্থ হয়ে মৃত্যুর কাছে পরাজিত হন ছাত্রলীগ নেতা জয়। আবু ইউছুপ জয় চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার নুরুল ইসলামের ছেলে।

চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম বলেন, গত ২৩ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তিনদিন পর হঠাৎ করে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিসিইউতে গভীর পর্যবেক্ষণে রাখা হয়।

তিনি বলেন, আইসিসিইউতে থাকাবস্থায় ২৮ অক্টোবর ভোররাত ৪টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিন সকালে জয়ের মরদেহ বাড়িত আনা হয়। আসরের নামাজের পর জানাযা শেষে তাকে দাফন করা হয়।

গতকাল শুক্রবার বাদে জুমা নিজবাড়িতে প্রয়াত ছাত্রলীগ নেতা আবু ইউছুপ জয় স্বরণে খতমে কোরান মিলাদ মাহফিল ও জেয়াফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এম আর চৌধুরী, আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, মাতামুহুরী আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, মিফতাব উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক রেজাউল করিম কাউন্সিলর, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক কাউন্সিলর, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন, ২নম্বর ওয়ার্ড অঅওয়ামীলীগের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আবছার বাদশা, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মজনু, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, কলেজ ছাত্রলীগের তোয়াছিন আনোয়ার জিহানসহ ছাত্রলীগ এবং অঙ্গ ও সগহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।#

পাঠকের মতামত: