ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়া মহিলা আওয়ামীলীগের নতুন কমিটি স্থগিত, পূর্বের কমিটি বহাল

স্টাফ রিপোর্টার, চকরিয়া :

চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের পূর্বের কমিটি বহাল রেখে বর্তমান নতুন আহবায়ক কমিটি স্থগিত করেছে জেলা মহিলা আওয়ামীলীগ। বাংলাদেশে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক এর নির্দেশে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক ১৯ অক্টোবর শুক্রবার এ স্থগিতাদেশ দেন। চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদনের একদিন পর কেন্দ্রের নির্দেশে স্থগিত করা হলো এ আহবায়ক কমিটি।

কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক বলেন, আগামী তিন মাস পর যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্টিত হবে সেজন্য পূর্বের কমিটি বিলুপ্তের বিষয়টি নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই বাংলাদেশে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক সদ্য ঘোষিত চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করে পূর্বের কমিটিকে বহাল রাখার নির্দেশ দেন জেলা মহিলা আওয়ামীলীগকে। জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নতুন আহবায়ক কমিটি স্থগিত করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত: চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটিকে গত ১৭ অক্টোবর বিলুপ্ত করে সাবেক সাধারণ সম্পাদক হাছিনা বেগমকে আহবায়ক, নারী নেত্রী জেসমিন হক জেসি চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পাকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট উপজেলা মহিলা আওয়ামীলীগের নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা মহিলা আওয়ামীলীগ। এ নতুন আহবায়ক কমিটিকে উপজেলার সকল ইউনিয়নে নতুন কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছিল। এর একদিন পর শুক্রবার বিকালে কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক এর নির্দেশে জেলা মহিলা আওয়ামীলীগ চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীনের নেতৃত্বাধীন পূর্বের পূর্ণাঙ্গ কমিটিকে বহাল রেখে নতুন আহবায়ক কমিটি স্থগিত করা হয়। ##

পাঠকের মতামত: