ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ঈদগাঁওতে বর পক্ষকে খাবারে মাংস কম দেয়ায় কনে পক্ষের উপর হামলা !

সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিয়ের আসরে মাংস কম দেয়ায় কনের পক্ষের লোকজনের উপর হামলা চালিয়েছে বর পক্ষ। এসময় চেয়ার,টেবিল, বাটি,প্লেট ও গ্লাস ভাংচুর করা হয়েছে। ভাংচুরে বাঁধা দেওয়ায় ক্লাবের ম্যানেজারকে ছুরিকাঘাতও করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ১৭ অক্টোবর বুধবার বিকাল ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও আলমাছিয়া সড়কের প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি হলে।

সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে কনে পক্ষের লোকজনের সাথে কথা বলে জানা যায়, সদরের খুরুস্কুল পেশকার পাড়ার আবদু শুক্কুরের ছেলে আলমগীরের সাথে পার্শ্ববর্তী চৌফলদন্ডী উত্তর পাড়ার প্রবাসী আমির হামজার মেয়ে উম্মে সাদিয়ার বিয়ের দিনক্ষণ টিক করা হয়। যথারীতি বিয়ের দিন বর পক্ষের লোকজন বধুর জন্য উক্ত ক্লাবে আসে। সামাজিক নিয়ম অনুসারে বর পক্ষের লোকজন খাওয়ার জন্য বসে। কনে পক্ষের নির্ধারিত বৈরাত ৩শ জন আসার কথা থাকলেও এসেছে ৫শ জন। এর মধ্যে তরকারী সংকট পড়ায় বর পক্ষের লোকজন তরকারী বাটি ছুড়ে মারলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হলে ক্লাবটির চেয়ার টেবিল ভাংচুর চালায়। এসময় বাধা দেওয়ার চেষ্টা করলে ক্লাবের ম্যানেজার আরফাতকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক বর পক্ষের লোকজন পালিয়ে যায় বলে জানান কনের আত্মীয় আবুল হোসেন।

খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীন, এএসআই লিটনুর রহমান জয় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। তবে ঘটনার সময় নববধু স্থানীয় একটি পার্লারে রয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বরসহ তার কয়েকজন স্বজন কমিউনিটি ক্লাবে অবস্থান করছে।

বরের পিতা আবদু শুক্কুর জানান, তুচ্ছ বিষয় নিয়ে অনাকাঙিত ঘটনা ঘটেছে। বউ ঘরে তুলার প্রক্রিয়া চলছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছি। বাকীটা তারা উভয় পক্ষ সিদ্ধান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

############################

ঈদগাঁওতে ২ বসত ঘরে ডাকাতি, প্রহারে আহত-২

সেলিম উদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজার সদরের ঈদগাঁওতে ২ বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। ডাকাতদলের উপর্যপুরী দায়ের কোপে এক নারীসহ আহত হয়েছে দুই জন। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১৭ অক্টোবর ভুধবার ভোররাত ৩ টার দিকে ইউনিয়নের কালিরছড়া পুর্ব ভুঁতিয়াপাড়া এলাকার নুর আহমদ প্রকাশ মিরুও নুরুল আমিনের বসত ঘরে ডাকাতির ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মুখোশ পরিহিত ১০/১২ জনের পাহাড়ী সশস্ত্র ডাকাত দল এলাকায় এসে নুর আহমদ ও নুরুল আমিনের বসত ঘরে হানা দিয়ে লুটপাট চালিয়ে নগদ টাকা,স্বর্নসহ প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দেয়ার চেষ্টা করলে নুর আহমদের মেয়ে সেলিনা আক্তারকে দায়ের কোপ এবং ছেলে নবী আলমকে উপর্যপুরী মারধর করে। তাদের শোরচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পুর্বে গহীন জঙ্গলে ঢুকে পড়ে ডাকাত দল।

খবর পেয়ে ভোরে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবুল কায়েস আখন্দের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ডাকাত দলের সম্ভব্য আস্তানায় অভিযান চালায় পুলিশ। স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আবুল কায়েস আখন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের সম্ভাব্য আস্তানায় হানা দেয়া হয়েছে। গহীন জঙ্গল হওয়ায় তাদের অবস্থান নিশ্চিত করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: