ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় উন্নয়ন মেলার র‌্যালি অনুষ্টিত

চকরিয়া সংবাদদাতা ::

“উন্নয়নে অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ৪ অক্টোবর সকাল সাড়ে ৯টায় চকরিয়ায় ৩দিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার র‌্যালিতে ২ হাজারের অধিক শিক্ষার্থী ও জনসাধারণের সমাবেশ ঘটিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউস চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। র‌্যালিটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলাস্থলে এসে মিলিত হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম জাহেদ চেৌধুরী, সাধালণ সম্পাদক মিজবাউল হক, চকরিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আর মাহমুদ ও চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ সরকারি-বেসরকারি সেবা সংস্থার কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: