ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেকুয়া শীর্ষ সন্ত্রাসী সেলিম আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

পেকুয়া প্রতিনিধি : পেকুয়ায় অভিযান চালিয়ে মোঃ সেলিম উদ্দিন বাহাদুর (৩৩) নামের এক দুর্ধর্ষ আটক করেছে পুলিশ।

বুধবার (৪অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের শাহাব উদ্দিন ব্রিকফিল্ডের সামনে থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।

উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আটক সন্ত্রাসী সেলিম উদ্দিন বাহাদুরের স্বীকারোক্তি ও দেখানো মতে একই রাত ৩টার দিকে বারবাকিয়া ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় আটকের মালিকানাধীন ডেকোরেটর দোকানে ক্যাশ বক্স থেকে একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, আটক মোঃ সেলিম উদ্দিন বাহাদুর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কুতুবদিয়া ও পেকুয়া থানায় অস্ত্র ও অপহরণ সহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: