ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ইয়াবাসহ চাকমা যুবক আটক

চকরিয়া প্রতিনিধি :

চকরিয়ায় ইয়াবাসহ চাকি মং (২৯) নামের এক চাকমা যুবককে আটক করেছে। রবিবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর এনআরসি ফিলিং ষ্টেশন এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহন থেকে ইয়াবা পাচারকারীকে আটক করে। আটক যুবক টেকনাফ উপজেলার ৫৭নং চাকমাপাড়া এলাকার মং মেরাচা চাকমার ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: আলমগীর হোসেন বলেন, রবিবার দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশ শ্যামলী পরিবহনের (চট্টমেট্রো ব-০২-০১১২) বাসে ইয়াবা নিয়ে এক যুবক কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি থামিয়ে তল্লাসি চালিয়ে এক হাজার ইয়াবাসহ চাকি মং নামের এক যুবককে আটক হয়। সে স্কুল ব্যাগের ভেতরে কিউট পাউটার কৌটায় করে ইয়াবা পাচার করছিল। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: