ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে চ্যানেল আই এর বর্ষপুর্তি উপলক্ষে বৃক্ষরোপন

সরওয়ার আজম মানিক, কক্সবাজার ::

দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই এর ২০ বছরে পর্দাপন উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের কর্মসুচী। আজ প্রথম দিনে সকালে কক্সবাজার প্রেসক্লাবে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। আমার চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজার শাখা এ বৃক্ষরোপন কর্মসুচীর আয়োজন করে।

কক্সবাজার প্রেসক্লাবে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।

পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপন কর্মসুচীর সুচনা করেন,কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম,কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহানা আকতার পাখি,কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষন পরিষদের সভাপতি দিপক শর্মা দীপু, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল,সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী,বলরাম দাশ অনুপম,আরাফাতুল মজিদ ও শফি উল আলম। প্রকৃতি সংরক্ষণে সবুজ বনায়ন গড়ার এসব কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন প্রকৃতি প্রেমীরা।

পাঠকের মতামত: