ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

চকরিয়া অফিস ::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন নানা আয়োজনের মধ্যদিয়ে চকরিয়ায় পালিত হয়েছে। ২৮সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে চিরিঙ্গা সওজের রেস্ট হাউজে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, সাধারণ সম্পাদক ও উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার, সহ-সভাপতি এমআর চৌধুরী, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মারুফ, সাধারণ সম্পাদক আরহান মো: রুবেল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান।

#########

চকরিয়ায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

চকরিয়া অফিস:

দৈনিক যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার নব নির্বাচিত কার্যকরি পরিষদের সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর বিকেলে পৌরশহরের ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে সম্পন্ন করা হয়। চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় যায়যায়দিন প্রতিনিধি মোহাম্মদ মনজুর আলমের পরিচালনায় কোরআান তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিনের কক্সবাজার প্রতিনিধি ও ফোরামের জেলার প্রধান উপদেষ্টা এম জাবেদ আবেদিন শাহিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক।

বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, ইয়াবা, বাল্যবিবাহর বিরুদ্ধে উর্ধ্বে থেকে যুব সমাজকে নৈতিকভাবে নিজেকে গঠন করতে হবে। মাটি ও মানুষের কল্যাণে কাজ করলে দেশ এগিয়ে যাবে। যুবকেরাই পারবে এগিয়ে নিতে।

এসময় উপস্থিত ছিলেন, ফোরামের উপদেষ্টা এসএম পাইলট, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সভাপতি মাষ্টার আরাফাত হোসাইন, সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন, সহ-সভাপতি ইসফাতুল হাসান ইসফাত, সহ-সভাপতি ম্্্্্্্্্্্্্্্্াঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো ইউনুছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মৌ: শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক রবিউল হাসান, সহ সাধারণ সম্পাদক শাহাদত হাসান নাহিদ, সহ সাধারণ সম্পাদক নুরুর কবির মিলন, সহ সাধারণ সম্পাদক শাহেদুল মোস্তাফা সাকিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী মর্তুজা টিটু। পরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে চকরিয়া উপজেলা শাখায় পাঠানো পদবী পত্র সমূহ ফোরামের নব নির্বাচিত কমিটির সদস্যদের মাঝে হস্তান্তর করেন অতিথিরা। ##

পাঠকের মতামত: