ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

চকরিয়ায় যাত্রীবাহি টমটমের ধাক্কায় মো. আবু ছালেহ নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পূর্ব বড় ভেওলা ইউয়িনের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু ছালেহ ওই এলাকার মোহাম্মদ ছুট্টুর ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শিশু আবু ছালেহ মা-বাবার অজান্তে বাড়ি থেকে খেলতে বের হয়ে দৌড়ে রাস্তায় গেলে যাত্রীবাহি বিপরীতমুখী একটি টমটম তাকে ধাক্কাা দেন। এসময় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল। তিনি বলেন, টমটমের ধাক্কায় শিশু নিহতের পর স্থানীয় ঘাতক টমটমকে আটকে রাখে। পরে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: