ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পেকুয়ায় নির্বাচনী প্রচারণা সভায়-ইলিয়াছ এমপি, মহাজোট সরকারের উন্নয়নের বার্তা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে

পেকুয়া প্রতিনিধি ::
বিগত পাঁচ বছরে পেকুয়া-চকরিয়ায় সংসদ সদস্যের অর্পিত দায়িত্ব দিয়ে পৃথক দুটি উপজেলায় কোন বৈষম্য না রেখে বহুমুখী উন্নয়ন করতে সক্ষম হয়েছি। মহাজোট সরকারের এ ব্যাপক উন্নয়নের বার্তা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। দেশ ও জাতী উন্নয়নে বিশ^াসী। ফলে আপনাদের দোয়ায় এবারেও মহাজোটের প্রধান শরীকদল জাতীয় পার্টি থেকে আমার প্রার্থীতা অনেকটাই নিশ্চিত। ফলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট প্রার্থী (লাঙ্গল) মার্কায় ভোট প্রার্থণা করছি। তিনি আরও বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া-পেকুয়ার সংসদীয় আসনটি পুঃনউদ্ধারে সকলকে এক যোগে কাজ করতে হবে। একই সাথে প্রতিটি ইউনিয়নে কেন্দ্র বিত্তিক কমটি গঠন করে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখতে হবে। একাদশ জাতীয় সংষদ নির্বাচনকে সামনে রেখে ( ২৫ সেপ্টেম্বর ) মঙ্গলবার বিকেল ৩টায় পেকুয়া সদর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যেগে স্থানীয় সমবায় কমিউনিটি সেন্টারে আনুষ্টানিক প্রথম নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন চকরিয়া-পেকুয়ার সংসদ আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ। পেকুয়া সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্টিত নির্বাচনী প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী রেহেনা খানম রাহু, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আল্হাজ¦ মোঃ গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা সাগর, মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় সভাপতি নুর হোসেন এমইউপি, সিনয়ির সহ সভাপতি টিপু সোলতান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, চকরিয়া জাতীয় মহিলা পার্টির সভানেত্রী জোসনা আকতার ও সাধারণ সম্পাদক সজরুন্নাহার বুলু প্রমূখ। গত রবিবার চকরিয়ায় আওয়ামীলীগের জনসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কে নিয়ে চকরিয়া আওয়ামীলীগ নেতা জাফর আলম কর্তৃক কঠোর সমালোচনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন জাতীয় পার্টির সি. সভাপতি ছরওয়ার কামাল, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জোবাইদুল হক খোকন, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু তাহের এমইউপি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, টইটং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল খােেলক, সাধারণ সম্পাদক আনিছুল কবির, রাজাখালী ইউনিয়ন জাতীয পার্টির সহ সভাপতি আলী ওয়াজেদ, সাধারণ সম্পাদক ডাঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জাপা নেতা আছহাব উদ্দিন আছিফ, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আলমগীর সাওদাগর, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু বক্কর, রাজাখালী ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি কামাল উদ্দিন মিরাজ, পেকুয়া সদর মহিলা পার্টির নেত্রী রুজিনা আক্তার, খতিজা বেগম, উজানটিয়া ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সভাপতি কমরু সোলতানা, শিলখালী ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সভাপতি তাহেরা বেগম প্রমূখ।

পাঠকের মতামত: