ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ধানের শীষে ভোট দিয়ে সরকারের অপশাসনের সমুচিত জবাব দিতে হবে -চকরিয়ায় মেয়র প্রার্থী হায়দার

Chakaria Picture (B.N.P) 26-02-2016,এম.জিয়াবুল হক, চকরিয়া :::  চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার শুক্রবার আনুষ্টানিকভাবে নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন। এদিন তিনি দলের সকলস্থরের নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ১, ২, ৩ ও গ্রামের এলাকা ৮নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ব্যাপক গনসংযোগ করেন। ওইসময় এলাকার নানা বয়সের মানুষ তার সাথে কোলাকুলি ও মতবিনিময় করেন।

গনসংযোগকালে বিএনপির মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দার বলেন, সরকারের অপশাসনের কারনে বর্তমানে বিরোধী মতের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। মিথ্যা মামলায় আসামি হয়ে বিএনপিসহ স্থানীয় সাধারণ মানুষ পালিয়ে বেড়াচ্ছে। দেশে আইনের শাসন বলতে কিছুই নেই। সবই হচ্ছে জোর করে। তাই পৌরসভা নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে এই সরকারের অপশাসনের সমুচিত জবাব দিতে হবে। তিনি বলেন, দেশের গনতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে আবার বিএনপির বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এ জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্ব বহন করেন। গন সংযোগকালে তিনি চকরিয়া পৌরবাসির উদ্দেদ্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাকে আবার নির্বাচিত করতে হবে। তা হলেই পৌরসভার কল্যাণে অসমাপ্ত সব উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারবো।

পাঠকের মতামত: