ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

চকরিয়ার হারবাংয়ে বনবিভাগের অভিযানে নির্মানাধীন দালানঘর উচ্ছেদ

জামাল হোছাইন,  চকরিয়া ::  চকরিয়া উপজেলার হারবাং-এ চট্টগ্রাম উত্তর বনবিভাগের চুনতি রেঞ্জ এর আওতাধীন হারবাং বনবিটের ১০০ গজের মধ্যেই একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড্ বৃন্দাবন খিল এলাকার মৃত ওবাইদুল হাকিমের পুত্র দখলবাজ-ভূমিদস্যু  ফরিদুল ইসলাম বনবিভাগের বাগানের পাহাড়ী জমি দখল করে দালান নির্মান এর কাজ করেছিল ।

এ ধরণের সংবাদ পেয়ে হারবাং বনবিট কর্মকর্তা রওফুল ইসলাম খান (তুহিন) আজ ১৭ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে নির্মানাধীন দালান ঘর উচ্চেদ করে দিয়েছেন, এ সময় বিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা  অভিযানে উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দখলবাজ ফরিদুল আলম বনবিভাগের জমি দখলের পাশাপাশি বনের মুল্যবান গাছ কেটে পাচার করে আসছিল।  বেপরোয়া ভাবে বন ভূমি দখল করে আসলেও ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। এ ব্যাপারে হারবাং বনবিট কর্মকর্তা রওফুল ইসলাম খান (তুহিন) বলেন, বনভূমি দখলবাজ ফরিদুল আলমের বিরুদ্ভে বন মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

পাঠকের মতামত: