ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পেকুয়ায় নগদ টাকা ছোরাসহ এক ছিনতাইকারী আটক

ওওওওও্িা্‌নিজস্ব প্রতিনিধি. পেকুয়া:

পেকুয়ায় নগদ টাকা ও ধারালো ছোরাসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ধৃত ছিনতাইকারীর নাম মোঃ ইব্রাহিম প্রকাশ পেশাদার ঝাপটাবাজ ইব্রাহিম্যে(৩৫)। সে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দিরপাড়া এলাকার আবদুল মাঝির পুত্র। থানা সূত্র জানায়, গতকাল ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮টার দিকে ধৃত ছিনতাইকারী ইব্রাহিম নন্দিরপাড়া নুইন্ন্যে মুইন্যের ব্রীজ নামক এলাকায় নির্জন অন্ধকারে দাড়িয়ে পথচারী ও যাত্রীবাহি গাড়ি থামিয়ে ছিনতাইয়ে নামে। এসময় এক পথচারীর গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে সে আত্মরক্ষার্থে শৌর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীকে আটক করে ও পুলিশে খবর দেয়। পরে, পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে জনতার সহায়তায় আটক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়। এসময় তার দেহ তল্লাসী করে নগদ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো ছোরা জব্দ করে। অপরদিকে, একইদিন সন্ধ্যায় পেকুয়া থানা পুলিশ এক আন্তজেলা অপহরন চক্রের সদস্যকেও আটক করে বলে গুঞ্জন পাওয়া যায়। এবিষয়ে জানতে পেকুয়া থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গতপরশু রাতে পেকুয়া থানা পুলিশ ভিকটিমসহ এক আন্তজেলা অপহরনকারী চক্রের সদস্যকে আটক করে। পরে, ওসি সাহেব চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশে সংবাদ দিয়ে উদ্ধারকৃত অপহৃতসহ অপহরনকারী চক্রের সদস্যকে হস্তান্তর করেছে। মামলাটি চট্টগ্রামের হওয়ায় তিনি বিস্তারিত আর কিছু জানাতে পারেননি। পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) জিয়া মোঃ মোস্তাফিজ ভুইঁয়া পুলিশের এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ধৃত ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

পাঠকের মতামত: