ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

ইয়াবার আগ্রাসন বন্ধে উখিয়া-টেকনাফ আসনে নৌকার প্রার্থী পরিবর্তন চাই -সাধনা দাশ গুপ্তা

ফারুক আহমদ, উখিয়া ::
বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা মাদকের ভয়াবহতা ইয়াবা বন্ধে উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবী জানিয়ে বলেছেন, যুব সমাজকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মাদক নির্মূলে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা তাঁতীলীগের পক্ষ থেকে তাঁর মহৎ এ উদ্যোগকে স্বাগত জানাই।

বৃহস্পতিবার (১৪) জুন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তাঁতীলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখার জন্য আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। অন্যথায় দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হবে।

উখিয়া তাঁতীলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে- উখিয়া যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম, জেলা তাঁতীলীগের আহবায়ক আরিফুল মাওলা, সদস্য সচিব নুরুল আমিন চৌধুরী, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক জাফর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম বলেন, মাদকের আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে এবং সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার চালান বন্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনে আমরা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। অথবা বিকল্প প্রার্থী হিসেবে বর্ষীয়ান নারী নেত্রী বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক সাধনা দাশ গুপ্তাকে প্রার্থী দেওয়ার জন্য জোর দাবী জানাই।

উখিয়া তাঁতী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সদস্য ডা: মোহাম্মদ সোলেমান, নুরুল ইসলাম নুরু, জেলা তাঁতীলীগের মুখপাত্র আনোয়ার হোসেন, উখিয়া কৃষক লীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাংবাদিক রতন কান্তি দে, টেকনাফ তাঁতীলীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, রামু তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, চকরিয়া তাঁতীলীগের সভাপতি ছালাহ উদ্দিন, উখিয়া তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জালিয়াপালং তাঁতীলীগের আহবায়ক হাফেজ আবদুল হামিদ।

পাঠকের মতামত: