ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

১২টি ক্যাম্পের ৯ লক্ষ ৮৫ হাজার রোহিঙ্গাকে কলেরা ভ্যাকসিন খাওয়ানোর শুরু

ফারুক আহমদ, উখিয়া ::

মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশ আশ্রয় নেওয়া ১২টি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে শুরু হয়েছে কলেরা টিকা খাওয়ানোর বিশেষ ক্যাম্পেইন। রোববার (৬ মে) সকাল ১০ টায় থাইংখালীস্থ জামতলী রোহিঙ্গা ক্যাম্পে প্রাথমিক হেলথ্ কেয়ার সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ঠিকাদান প্রকল্পের (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. আলতাফ হোসেন।

কলেরা ঠিকা ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ডিজি হেলথ এর চীফ কো- অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল আলী জিন্নাত, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিসেফ এর ডাঃ মাইনুল হাসান, ডব্লিউএইচও এর ডাঃ মি. অমি ও ডাঃ রাকেশ বিশ্ব শর্মা। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. রনজন বড়–য়া রাজন।

ডা. আলতাফ হোসেন বলেন, বর্ষায় রোহিঙ্গা ক্যাম্পে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। এরমধ্যে কলেরা রোগ অন্যতম। কলেরা রোগ নিয়ন্ত্রণের জন্য টিকা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগেও সফলভাবে কলেরা টিকা দেওয়া হয়। এবারও সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, প্রথম পর্যায়ে ৯ লক্ষ ৮৪ হাজার ৯০৬ জন রোহিঙ্গাকে কলেরা টিকা দেয়া হবে। এছাড়াও এই কর্মসূচির আওতায় থাকবে ১ লক্ষ ৩৫ জন স্থানীয় জনগোষ্ঠি।

জানা গেছে, দুই রাউন্ডে কলেরা টিকা খাওয়ানো হবে। এরমধ্যে রোববার থেকে প্রথম রাউন্ড শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত। যারা ২০১৭ ১৫ অক্টোবরের পরে বাংলাদেশে এসেছে তাদের মধ্যে ১ বছরের বেশি বয়সের সবাইকে ১ম ডোজ টিকা দেয়া হবে। চলবে ১৩ মে পর্যন্ত।

আর যারা ওই সময়ের পূর্বে এসেছে তাদের মধ্যে পাঁচ বছরের বেশি বয়সের সকলকে ২য় ডোজ টিকা দেয়া হবে।

এছাড়াও ১ থেকে ৫ বছর বয়সের মধ্যে যে সকল শিশু ইতোমধ্যে ২ ডোজ কলেরা টিকা পেয়েছে তারা এবারের ক্যাম্পেইনের বাইরে থাকবে।

এদিকে যেখানে মিয়ানমার জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিশে গেছে সেখানে ১ বছরের বেশি বয়সী সকল জনগোষ্ঠীকে ১ম ডোজ টিকা দেয়া হবে।

একইভাবে এদের মধ্যেও ১ থেকে ৫ বছর বয়সী যেসকল শিশু ইতোমধ্যে ২ ডোজ কলেরা টিকা পেয়েছে সেসব শিশুরা এবারের ক্যাম্পেইনের বাইরে থাকবে।

পাঠকের মতামত: