ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

উখিয়ায় সেলাই প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা -মধ্যম আয়ের দেশে পরিণত করতে দক্ষ মানব সম্পদের ভূমিকা অপরিহার্য

বিবববফারুক আহমদ, উখিয়া ॥

অনগ্রসর এলাকার পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত বেকার যুবতীতের আর্থকর্মসংস্থানের সৃষ্টির লক্ষে উখিয়ায় ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রতি (বিজিএস) বেকরাত্ব দুরিকরণ করতে দীর্ঘ মেয়াদী এ প্রশিক্ষণ চালু করেছেন।

গতকাল মঙ্গলবার এসইআইপি প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ভোধন অনুষ্ঠান উখিয়ার পাইন্যাশিয়া বিজিএস আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিজিএসের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজার আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন, পিকেএসএফ প্রজেক্ট সম্বনয়কারী খালেদ মাহফুজ। বিজিএসের প্রকল্প সম্বনয়কারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজিএসের জগদিস চন্দ্র রায়, প্রোগ্রাম ম্যানেজার পাইংসৌশৈউ মার্মা, কোস্ট ট্রাস্টে মোহাম্মদ আলম, উদ্দীপনের বিপ্লব চক্রবর্তী, বিজিএসের দিদার উদ্দিন, সেতারা বেগম এবং প্রশিক্ষণার্থী নাছিমা আক্তার প্রমূখ।

প্রধান অতিথি পল্লী সহায়ক ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার আবুল কাশেম বলেন, প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিনত করতে পিকেএসএফ কাজ করে যাচ্ছে। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত পিকেএসএফ ৩০ লাখ বেকার যুবক যুবতীদের কে সেলাই, হাস, মুরগীপালন, গবাদী পশু, ড্রাইভিংসহ বিভিন্ন আয়বর্ধন মূলক কর্মসূচীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মধ্য আয়ের দেশে পরিণত করতে প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব্ দুরিকরণ করে আত্বকর্মসংস্থান সৃষ্টির কোন বিকল্প নেই।

উল্লেখ্য যে, পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় বিজিএস সংস্থা উখিয়ার পাইন্যাশিয়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন শিক্ষিত বেকার যুবতীদের কে ৩ মাস ব্যাপী সেলাই, এমব্রডারী, রকমারী ডিজাইনের ফুলের কাজ সহ কার্টিংয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: