ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন বলী

চকরিয়া নিউজ ডেস্ক ::

চট্রগ্রাম মহানগরীর লালদীঘি মাঠে অনুষ্টিত ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১০৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার জীবন বলী। ফাইনালে কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। বলীখেলার রেফারি সাবেক কাউন্সিলর মো. আবদুল মালেক বিজয়ী জীবন বলীকে চ্যাম্পিয়ন ঘোষানা করেন।

আজ বুধবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা ৩১ মিনিটে শুরু হওয়া ফাইনাল খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১৫ মিনিট খেলা শেষে চকরিয়ার জীবন বলীকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন খেলার রেফারি মো. আবদুল মালেক। ফাউল করার কারণে চ্যাম্পিয়নের শিরোপা থেকে ছিটকে পড়েন কুমিল্লার শাহজালাল বলী।

এর আগে সেমিফাইনালে মহেশখালীর মোহাম্মদ হোসেনকে হারিয়ে কুমিল্লার শাহজালাল বলী, উখিয়ার জয়নাল বলীকে হারিয়ে চকরিয়ার তারেকুল ইসলাম জীবন বলী ফাইনালে উন্নীত হন।

এর আগে বিকেল ৪টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদুল হাসান। বক্তব্য রাখেন, স্পন্সর প্রতিষ্ঠান বাংলালিংক কর্মকর্তা সৌমেন মিত্র,মরহুম আব্দুল জব্বারের দৌহিত্র শওকত আনোয়ার বাদল, কমিশনার জহুরুল হক হাজারী।

প্রতিযোগিতায় মালেক কমিশনারের নেতৃত্বে ৪ জন রেফারী দায়িত্ব পালন করেন।

এদিকে মেলা দেখতে প্রচন্ড রোদ ও গ্রীস্মের তাপদাহ উপেক্ষা করে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে লালদীঘি মাঠের চতুর দিকে।

পাঠকের মতামত: