চট্রগ্রাম প্রতিনিধি :: নগরীর লালদীঘির ময়দানে ঐতিহাসিক আবদুল জব্বারের ১০৯তম বলীখেলা ও বৈশাখী মেলা শুরু হতে যাচ্ছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে সক্ষম করে তুলতে নগরীর বদরপাতি এলাকার আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে বলীখেলার সূচনা করেন। তারপর থেকে ধীরে ধীরে জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা উপমহাদেশে বাঙালীর ঐতিহ্য, সাংস্কৃতিক ও অহংকারে পরিণত হয়েছে। দেশের কিছু কিছু স্থানে বলীখেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও কালের বিবর্তনে অধিকাংশ স্থানে তা বন্ধ হয়ে গেছে। তবে চট্টগ্রামের বিভিন্ন স্থানে এখনো ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত হয়ে আসলেও ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা এখনো ধরে আছে তার কীর্তিময় ইতিহাস। তাই বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে এটাকে চিহ্নিত করা যায়।
আগামী ২৫ এপ্রিল বিকেল ৪টায় বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলীখেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র।এদিকে, ঐতিহাসিক জব্বারের বলীখেলা সফল করার লক্ষে গতকাল রোববার সকালে লালদীঘিতে মাঠ তৈরিসহ মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে যান আয়োজকেরা। এসময় ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, সাবেক কাউন্সিলর এম এ মালেকসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এবারের বলীখেলায় রামু, কুমিল্লা, নারায়ণগঞ্জ, সীতাকুন্ড, উখিয়া, হাটহাজারী, সাতকানিয়া, মহেশখালী, চকরিয়া, বাঁশখালী, টেকনাফ, দোহাজারীসহ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নবীন ও প্রবীণ মিলে প্রায় ২০০ জন বলী অংশ নেবে বলে জানা গেছে। এদিকে আবদুল জব্বারের বলীখেলাকে ঘিরে ইতোমধ্যে লালদীঘির পাড় ও আশপাশ এলাকায় এসে পৌঁছেছে গৃহস্থালীর পণ্য সামগ্রী। কাল মঙ্গলবার থেকে জমে উঠবে বৈশাখী মেলা এবং এ মেলা থাকবে তিনদিন। আন্দরকিল্লা, বোস ব্রাদার্স, রাইফেল ক্লাব, কোতোয়ালী মোড়, জেল রোড ও লালদীঘির পাড়ে দোকানিদের অনেকেই পছন্দের জায়গা নিয়ে বসে গেছেন পসরা নিয়ে। বরাবরের মতো দেশীয় তৈরি হাত পাখা, ফুলের ঝাড়– আর গৃহস্থালি সামগ্রী মেলা এসেছে এবারও। হাত বাড়ালেই মেলায় মিলছে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালির পণ্য দা, বটি, ছুরি, পিঠা তৈরির পিঁড়ি, বেলচা, মাটির তৈরির কারুকার্যখচিত আকর্ষণীয় ব্যাঙ্ক, ফুলের টব, ফুলদানী, শোপিচ, শীতল পাটি, আস্তফলসহ গাছের চারা, বাঁশ ও বেতের তৈরি মোড়া, বাচ্চাদের খেলনা, বাঁশি, মুড়ি-মুড়কি, ফলমূল আর গহনা। আরো আছে চুড়ি-ফিতা, রঙিন সুতা, হাতের কাঁকন, নাকের নোলক, ঢোল, কাঠের তৈরি পুতুল, নকশী কাঁথা, খাঁচার পাখি ও মাটির কলস। সারাবছর মহানগরসহ বৃহত্তর চট্টগ্রামের মানুষ অপেক্ষার প্রহর গুনে এই মেলার জন্য। তারা এক বছরের গৃহস্থালি সামগ্রী এই মেলা থেকে সংগ্রহ করেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে চাঁদপুর, পটুয়াখালী, বরিশাল ও ঢাকা সাভারের মৃৎশিল্প প্রতিষ্ঠান, বগুড়া, নরসিংদী, জামালপুর, ঢাকা ও বলীর হাটের আসবাবপত্র নির্মাতা মালামাল নিয়ে এসেছেন। আন্দরকিল্লা মোড়ের ফুটপাতে স্তুপ করে রেখেছে ফুলের ঝাড়–, এগুলা এসেছে বাঁশখালী থেকে। লালদীঘির আশপাশ এলাকায় জায়গা না পাওয়ায় এখানে বসেছে এই ফুলের ঝাড়ু বিক্রেতা। লালদীঘি পেট্টোল পাম্পের সামনে মাটির তৈরি সৌখিন জিনিস দেখা গেছে। বিক্রেতা জানান, প্রতিবছর এ মেলায় আসি। ভালো বেচাকেনা চলে। তাই এবার চাঁদপুর থেকে দুই ট্রাক মাটির তৈরি জিনিস নিয়ে এসেছি। বলীখেলাকে ঘিরে আগে ও পরে তিনদিন বৈশাখী মেলা অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ থাকলেও তা নির্ভর করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের উপর। পণ্য নিয়ে আসার পরপরই যেমন বিক্রি শুরু হয় ঠিক তেমনি পণ্য বিক্রি শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকে মেলা। বিশেষ করে মাটির তৈরি জিনিসপত্র ও কাঠের তৈরি আসবাব বিক্রি হতে দেখা যায় কয়েকদিন।
প্রকাশ:
২০১৮-০৪-২৪ ০৯:৫৯:৩১
আপডেট:২০১৮-০৪-২৪ ০৯:৫৯:৩১
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
পাঠকের মতামত: