ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লবণ উৎপাদনের জমি বাদ দিয়ে অনাবাদী খাস জমিতে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নের দাবী

বার্তা পরিবেশক :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের প্রাণকেন্দ্রে লবণের মাঠের উৎপাদিত হাজার হাজার মণ লবণের উপর মাটি ফেলে অবৈধভাবে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নে পায়তারা করছে প্রকল্প ব্যবসায়ীরা। গত ৭ এপ্রিল সকাল ৮ টার সময় স্থানয়ি চেয়ারম্যান শতাধিক অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে গরীব অসহায় লবণ চাষীদের অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ভীতিকর পরিস্থিত সৃষ্টি করে। সন্ত্রাসীরা চাষীদের মারাত্মক আহত করে লবণ মাঠের অবৈধ বাধ নির্মাণ করে লবণের উৎপাদনের পানি বন্ধ করে দিচ্ছেন। সংবাদ পেয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী গতকাল বিকাল ৪ টায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি আহত ও ক্ষতিগ্রস্থ লবণ চাষীদের সাথে আলাপ করে এই বিষয় জেনে অত্যন্ত মর্মাহত হন। তিনি সংশ্লিষ্ট সকলকে এ অবৈধ গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম বন্ধ করার জন্য আহবান জানান। তিনি প্রকল্প কমিটির সকল সদস্যদের পদত্যাগ করারও আহবান জানান। এই ভারুয়াখালীতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লবণ শিল্পের উন্নয়নের জন্য তার জীবদ্দশায় বিগত ১৯৭৩ ইং সনে আগমন করেছিলেন। ভারুয়াখালীতে পরিত্যক্ত অজস্র খাস জমি রয়েছে সেখানে গুচ্ছগ্রাম বাস্তবায়ন করা সম্ভব। প্রকল্প ব্যবসায়ীরা লবণ উৎপাদনোপযোগী নিচু ভুমি বেছে নিয়েছেন। শুধু অবৈধ অর্থ কামাই করার উদ্দেশ্যেই। তাই অচিরে এই প্রকল্প বন্ধ করার জন্য আহবান করেন। অন্যথায় এই প্রকল্পের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে। এদিকে আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভার আহবান করা হয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে দলমত নির্বিশেষে লবণ শিল্প রক্ষার জন্য সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী।

পাঠকের মতামত: