ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সবার সহযোগীতায় যে কোন মুল্যে টেকনাফকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা হবে -টেকনাফে পুলিশ সুপার

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ৭ মার্চ ॥
কক্সবাজারের জেলা প্রশাসক ড.একেএম ইশবাল হোসেন বলেছেন, মাদক ও সন্ত্রাস কোন সমাজ, দেশ ও জাতির জন্য এঙ্গল বয়ে আনে না। সবার সহযোগীতায় যে কোন মুল্যে টেকনাফকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা হবে।
বুধবার ৭ মার্চ বিকালে টেকনাফ মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি আয়োজিত মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, টেকনাফের আলোচিত রোহিঙ্গা হাকিম ডাকাতকে ধরতে সকলের সম্মিলিত ভাবে কাজ করবো।
বুধবার পড়ন্ত বিকেলে সমাবেশে শুরু আগে মিছিল আর শ্লোগান মুখর লোকে লোকারন্য হয়ে উঠে টেকনাফ শহীদ মিনার চত্বর।
মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি আয়োজিত সমাবেশে বিশেষ অথিতি ছিলেন, , উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান, এএসপি চাইলা মুরুং, টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়–য়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেনসহ বিভিন্ন ভাবে ডাকাত ও সন্ত্রাসীদের হাতে আক্রান্ত পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল বশর সমাবেশে সভাপতিত্ব করেন। মাদক আর সন্ত্রাস না বলতে এবং পশ্রয় না দেয়ার জন্য হাত তুলে উপস্থিত সকলের অঙ্গীকার করান অথিতিরা।

পাঠকের মতামত: