ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এসো নদীর গল্প শুনি’ শীর্ষক পাঠ চক্র

ওওওওও

বার্তা পরিবেশক:

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে,নদী বিষয়ক পাঠ চক্র,এসো নদীর গল্প শুনি আনুষ্ঠানে বক্তরা বলেন নদী বিষয়ে সকল পেশার মানুষের আরো বেশি সচেতনতা এখন সময়ের দাবী হয়ে ওঠেছে। দেশে নদ- নদীর পরিসংখ্যান নিয়ে নানা জনের নানা মতপার্থক্য থাকলেও দেশে কয়টি নদী রয়েছে সরকারের তরফ থেকে সঠিক পরিসংখ্যান দরকার। এক শ্রেনীর আসাধু মানুষের হাত থেকে নদীকে বাঁচাতে আরো বেশি সামাজিক আন্দোলন প্রয়জোন। দেশে নদী কমিশন, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড থাকলেও নদী মন্ত্রণালয় করার দাবী ওঠেছে সাধারণ মানুষের কাতার থেকে। একই সাথে বাংলাদেশে সব কিছু জাতীয় থাকলও আসলে দেশে কোনটি জাতীয় নদী ঘোষণা করা হোক।

১০ জানুয়ারি দুপুর ১ টার দিকে লিংরোডস্থ ইলিয়াছ মিয়া উচ্চ বিদ্যালয় কালের কন্ঠ শুভসংঘ ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল জেলা শাখার আয়োজনে নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলার সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিনার হাসানের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশে নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট নদী গবেষক মনির হোসেন, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, কালের কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফরির্পোটার তোফায়েল আহাম্মদ, কালের কন্ঠ শুভসংঘের জেলা আহবায়ক বিপ¦ব কান্তি দে, বিশেষ অতিথি কেন্দ্র্রীয় কমিটির সিনিয়র সভাপতি সওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, শুভেচ্ছ বক্তব্য রাখেন, ইলিয়াছ মিয়া উচ্চ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়ার শিক্ষক মঈনুল ইসলাম, আ.ন.ম মাঈন উদ্দিন, কক্সবাজার সাংবাদিক সংসদের সভাপতি আজাদ মনছুর, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা মহা-সচিব ছৈয়দ মোহাম্মদ শাকিল, নদী পরিব্রাজক দলের জেলার সহ-সভাপতি আজিজ রাসেল, রাশেদুল আরাফাত প্রমুখ।

পাঠকের মতামত: