ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমনে নিহত ১

উখিয়া প্রতিনিধি ::

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বণ্য হাতির হামলায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় হুড়োহুড়িতে আরো পাঁচ জন রোহিঙ্গা আহত হয়েছে। হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ছয়টি ঘর। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে বালুখালীর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী (৪৫)। আহতদের উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গা নিহত হন। এছাড়াও সাম্প্রতিক সময় ওই এলাকায় বন্য হাতির আক্রমণে ১২ জন নিহত হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আজ ভোররাতে দুটি বন্য হাতি লোকালয় থেকে কিছুটা দূরের ওই রোহিঙ্গা বসতিতে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই ইয়াকুব আলী মারা যান। হুড়োহুড়ি করে পালাতে গিয়ে আহত হন পাঁচ জন। হাতির আক্রমণে বিধ্বস্ত হয়েছে ছয়টি ঘর।

পাঠকের মতামত: