ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পেকুয়া ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

চকরিয়া অফিস:

কক্সবাজারের পেকুয়া উপজেলা ভূমি অফিসের পিয়ন প্রণব দাশের বিরুদ্ধে খতিয়ান সৃজনের নাম দিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার সাংবাদিকের কাছে ভুক্তভোগী পূর্ব বড় ভেওলার বাসিন্দা জহির আহমদ অভিযোগ করে বলেন, প্রণব চকরিয়ায় ভূমি অফিসের অধীনে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত অবস্থায় তার কাছ থেকে ৫টি নামজারী খতিয়ান সৃজন করে দেয়ার কথা বলে ৭৫ হাজার টাকা নেন। দুই বছর অতিবাহিত হলেও সে বারবার কালক্ষেপন করে অদ্যবদি খতিয়ান দিতে পারেনি। সর্বশেষ গতকাল মোবাইলে খতিয়ান দেয়ার কথা জিজ্ঞেস করলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আরও দাবী করেন, প্রণব বিভিন্ন সময়ে বলে কেউ আমার কিছু করতে পারবেনা। আমার উপরে হাত আছে।

এদিকে বিভিন্ন লোকজনের কাছ থেকে খতিয়ান সৃজনের নাম দিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে তার কাছ থেকে জানতে চাইলে তার মুঠোফোনে বারবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। ##

পাঠকের মতামত: