ঢাকা,শনিবার, ৪ মে ২০২৪

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী চিকিৎসা সংকটে

চকরিয়া নিউজ ডেস্ক ::

কোমরের হাড় ভেঙ্গে আবার অসুস্থ হয়ে পড়লেন একাত্তরের বীরাঙ্গনা, মুক্তিযুদ্ধের ঝাপটায় ঘরবাড়ি, নিজের সৃষ্টি সর্বোপরি দু’সন্তান হারানো বিপর্যস্ত জীবনসংগ্রামী ‘একাত্তরের জননী ’ রমা চৌধুরী।

জরুরিভাবে অস্ত্রোপচার করতে না পারলে তাঁকে বাঁচানো সম্ভব হবে না বলে মনে করছেন চিকিৎসকেরা।  কোমরের হাড় ভেঙ্গে গুরুতর আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  দীর্ঘ ২২ বছরের উপরে রমা চৌধুরীর একান্ত সহকারী হিসেবে সুখে দুখে নিজেকে জড়িয়ে রাখা আলাউদ্দিন খোকন জানালেন, অর্থের অভাবে তাঁর চিকিৎসা সংকটের মুখে পড়েছে। তাঁর সন্তান জহর চৌধুরী বলেন, আমার মা এই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।  মাকে বাঁচাতে আমি সবার কাছে সহযোগিতা চাই।  আমার মাকে বাঁচান।

পাঠকের মতামত: