ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশনের শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তির ফল প্রকাশ

চকরিয়া নিউজ ডেস্ক ::

মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ২০১৭ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক পেকুয়া শহীদ জিয়া বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেকুয়া মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এর পৃষ্ঠপোষকতায় চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া সহ মোট তিন উপজেলার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা গত ১৭ নভেম্বর একযোগে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে মোট ১৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রকাশিত ফলাফলে দেখা যায় ৩য় শ্রেণিতে ‘গোল্ডেন এ প্লাস’ গ্রেড পেয়েছে ০২ জন, ‘এ প্লাস’ গ্রেড পেয়েছে ২৮ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৭০ জন। ৪র্থ শ্রেণিতে ‘গোল্ডেন এ প্লাস’ গ্রেড  ০১ জন, ‘এ প্লাস’ গ্রেড পেয়েছে ০৯ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৫৫ জন। ৬ষ্ঠ শ্রেণিতে ‘এ প্লাস’ গ্রেড পেয়েছে ০৮ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ২৯ জন। ৭ম শ্রেণিতে ‘গোল্ডেন এ প্লাস’ গ্রেড ০৬ জন, ‘এ প্লাস গ্রেড’ ১৬ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৩২ জন। বিভিন্ন শ্রেণিতে ‘গোল্ডেন এ প্লাস’ গ্রেড পেয়েছে ০৯ জন, ‘এ প্লাস’ গ্রেড পেয়েছে ৬১ জন, ‘এ গ্রেড’ পেয়েছে ১৮৬ জন, সর্বমোট ২৫৬ জন পরীক্ষার্থী বৃত্তি লাভ করে।

তিন উপজেলায় ৩ শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। তাদের মধ্যে ১ম স্থান অধিকার করেছে চকরিয়া উপজেলার চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মশিউর রহমান সানজিল, রোল নম্বর ৭২১৫, তার প্রাপ্ত নম্বর ৯৬। ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হলেন, পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া তারান্নুম সিমাত, রোল নম্বর ৭৭৪০ এবং কুতুবদিয়া উপজেলার অ ই ঈ মডেল কিন্ডার গার্টেন স্কুল এর ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রিফা আকতার, রোল নম্বর ১৪০১৮। তাদের প্রাপ্ত নম্বর ৯৪। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হলেন, চকরিয়া উপজেলার চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী নাজা মোবাশ্বিরুল ইসলাম, রোল নম্বর ৭২১৬, কুতুবদিয়া উপজেলার অ ই ঈ মডেল কিন্ডার গার্টেন স্কুল এর ৩য় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম নিশূ, রোল নম্বর ১৩০১৮। তাদের প্রাপ্ত নম্বর ৯৩।

তিন উপজেলায় সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, পেকুয়া উপজেলায় শিলখালী আইডিয়েল একাডেমী, চকরিয়া উপজেলায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ, কুতুবদিয়া উপজেলায় অ ই ঈ মডেল কিন্ডার গার্টেন স্কুল। বিজ্ঞপ্তিতে জানানো হয় পরীক্ষায় ‘গোল্ডেন এ প্লাসে’র মানদন্ড ধরা হয়েছে ৯০-১০০ নাম্বার, ‘এ প্লাস’ গ্রেডের মানদন্ড ৮০-৮৯ নাম্বার এবং ‘এ’ গ্রেডের মানদন্ড ৭০Ñ৭৯ নাম্বার।

উপজেলাভিত্তিক বৃত্তিপ্রাপ্তদের নাম্বার সমূহ।

পেকুয়া উপজেলা:

৩য় শ্রেণি: ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ : ৩৭০৫ মোট ১জন, ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ: ৩৭০১, ৩৭০২, ৩৭০৩, ৩৭২৪, ৩৭৮৮ মোট ০৫ জন। ৪র্থ শ্রেণি : ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ: ৪৭০৩, ৪৭১৫, ৪৭১৬, ৪৭১৭, ৪৭১৮, ৪৭২৪ মোট ০৬ জন। ষষ্ঠ শ্রেণি:  ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর ৬৭৫৩ মোট ০১ জন। ‘এ’ গ্রেড : ৬৭২৩, ৬৭২৬, ৬৭৫২,৬৭৫৭ মোট ০৪ জন। ৭ম শ্রেণি: ‘গোল্ডেন এ প্লাস’ : ৭৭৪০ মোট ০১ জন, ‘এ প্লাস’ : ৭৭১৩, ৭৭১৪, ৭৭৪২ মোট ০৩ জন

‘এ’ গ্রেড: ৭৭২১, ৭৭৩৫, ৭৭৩৬, ৭৭৩৭, ৭৭৩৮, ৭৭৪১ মোট ০৬ জন।

চকরিয়া উপজেলা:

৩য় শ্রেণি: ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমুহ : ৩৩১৪, ৩৩১৬, ৩৩১৭, ৩৩৪৬, ৩৩৫১, ৩৩৫২ মোট ০৬ জন। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ : ৩০০৫, ৩২০১, ৩২৩২, ৩২৫৬, ৩২৯৮, ৩৩০৩, ৩৩১২, ৩৩১৩, ৩৩১৫, ৩৩১৮, ৩৩২২, ৩৩২৩, ৩৩২৫, ৩৩২৬, ৩৩২৯, ৩৩৪১, ৩৩৪৫, ৩৩৭৩ মোট ১৮ জন। ৪থর্ শ্রেণি: ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ : ৪২১৩,  ৪২৫৮, ৪৩০১, ৪৩১৯, ৪৩২১, ৪৩২২, ৪৩২৩ মোট ০৭ জন। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ : ৪২০১, ৪২০৮, ৪২১০, ৪২১২, ৪২১৫, ৪২২১, ৪২২২, ৪২৫৬, ৪২৫৭, ৪২৮০, ৪২৮১, ৪৩০০, ৪৩০৭, ৪৩০৮, ৪৩২৪, ৪৩২৯, ৪৩৩০, ৪৩৩২, ৪৩৩৩, ৪৩৩৪, ৪৩৫৪, ৪৩৬৭ মোট ২২ জন। ষষ্ঠ শ্রেণি: ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর: ৬২২৬, ৬২৪৩, ৬২৭০, ৬৩৭৭ মোট ০৪ জন। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ: ৬০০৬, ৬২০৯, ৬২১৪, ৬২১৫, ৬২২৮, ৬২৩৪, ৬২৪৭, ৬২৬৭, ৬২৬৯, ৬২৭১, ৬২৭৮, ৬২৭৯, ৬৩১৭, ৬৩২৪, ৬৩৪৯, ৬৩৫৫, ৬৩৬১, ৬৩৬৩, ৬৩৭৮, ৬৩৮৫, ৬৩৮৭, ৬৩৯৮ মোট ২২ জন। ৭ম শ্রেণি: ‘গোল্ডেন এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর : ৭২১৩, ৭২১৫, ৭২১৬, ৭৩৪৮, ৭৩৯৬ মোট ০৫ জন। ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর: ৭২০৯, ৭২১৪, ৭২২২, ৭২২৩, ৭২৬৬, ৭২৯৯, ৭৩৮০, ৭৩৮১, ৭৩৯০, ৭৩৯৯ মোট ১০ জন। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর সমূহ: ৭০২০, ৭০২১, ৭০২২, ৭২০৮, ৭২১২, ৭২২৪, ৭২৩০, ৭২৪৪, ৭২৫৫, ৭২৬১, ৭২৮০, ৭৩০৮, ৭৩০৯, ৭৩১০, ৭৩১১, ৭৩১২, ৭৩১৩, ৭৩১৪, ৭৩৪৬, ৭৩৪৯, ৭৩৮৯, ৭৩৯৭, ৭৪০৩ মোট ২৩ জন

কুতুবদিয়া উপজেলা

৩য় শ্রেণি:

‘গোল্ডেন এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর : ১৩০১৮, ১৩০৪৩ মোট ০২ জন। ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর সমূহ: ১৩০০৩, ১৩০০৪, ১৩০০৫, ১৩০০৬, ১৩০১১, ১৩০১২, ১৩০১৪, ১৩০১৫, ১৩০১৬, ১৩০২০, ১৩০২২, ১৩০২৩, ১৩০২৪,  ১৩০৩০, ১৩০৭২, ১৩০৮৪, ১৩১২৭, ১৩১৯৫, ১৩১৯৬, ১৩২৩১, ১৩২৩২ মোট ২১ জন। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর সমূহ: ১৩০০১, ১৩০০৮, ১৩০১০, ১৩০১৩, ১৩০২১, ১৩০৩৭, ১৩০৪৪, ১৩০৪৫, ১৩০৬০, ১৩০৬১, ১৩০৬৯, ১৩০৭১, ১৩০৭৫, ১৩০৭৭, ১৩০৭৮, ১৩০৮০, ১৩০৮২, ১৩০৮৫, ১৩০৮৭, ১৩০৮৮, ১৩০৯৯, ১৩১০৩, ১৩১১২, ১৩১২৬, ১৩১২৯, ১৩১৩১, ১৩১৩৪, ১৩১৪৯, ১৩১৫০, ১৩১৭৭, ১৩১৭৯, ১৩১৮০, ১৩১৮১, ১৩১৮৪, ১৩১৯৭, ১৩২০৬, ১৩২০৭, ১৩২৩৩, ১৩২৪৪, ১৩২৪৬, ১৩২৪৮, ১৩২৫০, ১৩২৫২, ১৩২৬২, ১৩২৬৫, ১৩২৬৬, ১৩২৭৩ মোট ৪৭ জন। ৪র্থ শ্রেণি: ‘গোল্ডেন এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর সমূহ : ১৪০১৮ মোট ০১ জন। ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর সমূহ: ১৪০২০, ১৪১১৩ মোট ০২ জন। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বার সমূহ: ১৪০০৫, ১৪০০৬, ১৪০০৮, ১৪০১০, ১৪০১১, ১৪০১৪, ১৪০১৫, ১৪০১৬, ১৪০১৭, ১৪০১৯, ১৪০২২, ১৪০৮৩, ১৪০৯৪, ১৪০৯৬, ১৪০৯৮, ১৪১০০, ১৪১০৮, ১৪১২০, ১৪১৪০, ১৪১৫৭, ১৪১৫৮, ১৪১৭৭, ১৪২০২, ১৪২০৩, ১৪২১০, ১৪২১১, ১৪২৩২ মোট ২৭ জন। ষষ্ঠ শ্রেণি: ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ : ১৬০৫১, ১৬০৫২, ১৬০৬৩ মোট ০৩। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর : ১৬০২৪, ১৬০২৭, ১৬০৪৯ মোট ০৩ জন। ৭ম শ্রেণি: ‘এ প্লাস’ গ্রেড প্রাপ্ত রোল নাম্বর সমূহ : ১৭০১২, ১৭০২৩, ১৭০২৪ মোট ০৩ জন। ‘এ’ গ্রেড প্রাপ্ত রোল নম্বর সমূহ : ১৭০০৪, ১৭০০৫, ১৭০১৬ মোট ০৩ জন।

পাঠকের মতামত: