ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বান্দরবানে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালিত

ািমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানে ‘দেশটাকে পরিস্কার করি’ দিবস পালিত হয়েছে। আজ সকালে পরিবর্তন চাই এর আয়োজনে বান্দরবান পৌরসভা এবং বান্দরবান প্রেস ক্লাবের অংশ গ্রহনে এই দিসটি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, পৌর কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।

এই সময় পৌর মেয়রের নেতৃত্বে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ এর সামনে থেকে রাস্তা ঝাড়– দেওয়ার মাধ্যমে দিবসটি শুরু করে বাস স্টেশনে এসে শেষ হয়। এর আগে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে উপস্থিত সকলকে দেশটাকে পরিস্কার রাখবো বলে শপথ বাক্য পাঠ করান পৌর মেয়র মোঃ ইসলাম বেবী।

 

পাঠকের মতামত: