ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বিভাগীয় ফাইনালে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার

ক্রীড়া প্রতিবেদক ::

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালক এবং বালিকা দুই বিভাগের চট্টগ্রাম বিভাগীয় ফাইনালে উঠেছে কুমিল্লা জেলার চ্যাম্পিয়ন দল। বালক বিভাগে তাদের প্রতিপক্ষ কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন স্কুল। আর বালিকা বিভাগে কুমিল্লার চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়নরা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের দুই বিভাগের চারটি সেমিফাইনাল। সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুমিল্লা জেলার চ্যাম্পিয়ন দল ৩–০ গোলে শক্তিশালী কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। অপরদিকে সকাল ১০ টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়ন দল ১–০ গোলে রাঙ্গামাটি জেলার চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আজ দুপুর দেড়টায় এই দুই দল ফাইনালে মুখোমুখি হবে। অপরদিকে টুর্নামেন্টের বালক বিভাগে অর্থাৎ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন দল ৪–০ গোলের বড় ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া জেলার চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আর বালিকাদের মত বালক বিভাগেও দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে কুমিল্লা জেলা দল। তারা প্রতিপক্ষ নোয়াখালী জেলার চ্যাম্পিয়ন দলকে ৪–১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। প্রথমবারের মত এই টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনালে উন্নীত হয়েছে একই জেলার দুটি স্কুল। আজ বিকেল তিনটায় বালক বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের উভয় টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মো. সুলতান মিয়া। এই টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের নিয়ে জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট শুরু হবে ঢাকায়।

পাঠকের মতামত: