ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়া চড়াপাড়া ষ্টেশনে পাঁচ দোকান ভস্মিভুত

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া ষ্টেশনে পাঁচ দোকান ভস্মিভুত হয়েছে। এছাড়াও অারো দু’টি দোকান অাংশিক পুড়ে গেছে। সোমবার(৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হল, মোঃ অাজিজ, বাহাদুর, মোর্শেদ অালমের কুলিং কর্ণার, মোজাফ্ফর অাহমদের পোল্ট্রি ফার্ম, ইকবালের মালিকনাধীন দোকান। মাহমদ অালী ও শহিদুল ইসলামের মালিকনাধীন দু’টি দোকান অাংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিস যাওয়ার অাগেই সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগিরা জানান।

স্থানীয় দোকান ব্যবসায়ী মোঃ কাইছার জানান, পুড়ে যাওয়া কোন একটি দোকান থেকে বিদ্যুত অথবা গ্যাসের চুলা থেকে অাগুনের সূত্রপাত হয়েছে। মধ্য রাতে অাগুনের সূত্রপাত হওয়ায় ক্ষক্ষতির পরিমান বেশি হয়েছে। ফায়ার সার্ভিস অাসার অাগেই পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

পাঠকের মতামত: