ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

লোহাগাড়ায় বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

মো: সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে:

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের খাতিজাতুল কোবরা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম। ২৬ নভেম্বর দুপুরে ইউএনও মোঃ মাহবুব আলমের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ ও থানার এএসআই মোহাম্মদ শাকিলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এ বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং শিক্ষার্থীর বাবা কালু মিয়া (৬৪) কে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।

জানা যায়, উপজেলার কলাউজান বলি পাড়ার কালু মিয়ার ১২ বছর বয়সী কন্যা হাবিবার সাথে চরম্বা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মাইজবিলা এলাকার মোহাম্মদ নুরুল আমিনের পুত্র মোহাম্মদ নুরুল আবছারের সাথে বিয়ে ঠিক হয় । বিয়ের দিন শিক্ষার্থীর নিজ বাড়ীতে বিবাহ অনুষ্ঠানের খাওয়া দাওয়ার আয়োজন চলছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়।

একইদিন রাত সাড়ে ১১ টায় ছাত্রীর বাবা ও ভাইসহ আত্মীয়-স্বজনেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে মেয়ে প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুছলেকা দিয়ে বাড়ী ফিরে যান।

 

পাঠকের মতামত: