ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় খালের উপর আওয়ামীলীগ নেতার ভবন নির্মাণ !

ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের টইটং খাল প্রকাশ পঁচা করিলা খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করছেন ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের নোয়াখালী ব্রীজের দক্ষিণ পাশে খাল ভরাটের মাধ্যমে তড়িঘড়ি করে পাকা ভবণ নির্মাণ কাজ করে চলেছেন বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোছাইন।

স্থানীয়দের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে তিনি এ পরিবেশ বিধ্বংসী কাজ চালিয়ে যাচ্ছেন। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ বিঘিœত হয়ে দেখা দিতে পারে নদী ভাঙ্গন অথবা নদী ভরাট।

বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোছাইন জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ সূত্রে জায়গাটির বৈধ মালিক তিনি। তাই নিজের জায়গায় তিনি দোকান ঘর নির্মাণ করছেন।

এব্যাপারে বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তারপরেও আমি খোঁজ নিয়ে দেখছি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, প্রবাহমান খাল ভরাট আইনত অপরাধ। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: