ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা উদ্বাস্তু শিশু কিশোরদের নিয়ে তারেক রহমানের জন্ম দিবস উৎযাপন

ফারুক আহমদ, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা ॥

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে খাওয়ানো হয়েছে রোহিঙ্গা উদ্বাস্তু শিশু কিশোরদেরকে। একই সাথে শীতবস্ত্র ও শিশুর পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়া বালুখালী ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব মেডিকেল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন।

জাতীয়তাবাদী দল বিএনপির সার্বিক তত্বাবধানে পরিচালিত রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (একাংশ) শওকত মাহমুদ, পিআইবি’র সাবেক মহা-পরিচালক ও দৈনিক দিন কালের সম্পাদক ড. রেজুয়ান ছিদ্দিকী ও ড্যাবের মহা-সচিব ডাক্তার জাহিদ হোসেন।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ অনুষ্ঠানে সহশ্রাধিক রোহিঙ্গাদেরকে শীতবস্ত্র বিতরণের পাশা-পাশি শিশু কিশোরদেরকেও পুষ্টিকর খাবারও হাতে তুলে দেওয়া হয়। পরে তারেক রহমানের ৫৩ তম জন্ম দিবস উপলক্ষে রোহিঙ্গা জনগোষ্ঠিকে নিয়ে বিশাল কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উৎযাপন করা হয়। এসময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী।

 

পাঠকের মতামত: