ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

পেকুয়ায় বালি মহালে অভিযান, তিনটি মেশিন জব্দ

পেকুয়া প্রতিনিধি:balual

পেকুয়ায় বালি মহালে অভিযান পরিচালিত হয়েছে। বনবিভাগ উপজেলার টইটং ইউনিয়নের পৃথক তিনটি পয়েন্টে অভিযান পরিচালনা করে। ৩ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত তারা পাহাড়ী সোনাইছড়ি ছড়ার তিনটি পয়েন্ট থেকে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি মেশিন জব্দ করেছে। একটি কতিপয় চক্র সোনাইছড়ি ছড়ার মধুখালী ও লম্বাঘোনার তিন পয়েন্টে বালি উত্তোলন করছিলেন। সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে জানআলীমোড়া এলাকার মৃত আবদু রশিদের ছেলে রবিউল আলম সহ কয়েকজন অবৈধভাবে বালি উত্তোলন করছিলেন। তারা অভিনব কায়দায় বালি উত্তোলন করতে পাহাড় টিলা কর্তন করে ছড়ায় ফেলে তা মেশিনের মাধ্যমে উত্তোলন করে বালি মজুদ করছিলেন। ওই দিন চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের টইটং বনবিট কর্মকর্তার নেতৃত্বে বালি মহালে অভিযান জোরদার করা হয়েছে। পেকুয়া থানা পুলিশ ও টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী অভিযানে বনবিভাগকে সহায়তা করেছে। এ ব্যাপারে পেকুয়া থানার এস,আই মাহফুজুর রহমান জানায়, তিনটি মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। জব্দকৃত মেশিন ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানায়, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বালি উত্তোলন করবে অন্যদিকে জনগনকে জিম্মী করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করবে ওই চক্রের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার। মেশিন জব্দ করা হয়েছে। বনবিভাগকে পুলিশ ও ইউনিয়ন পরিষদ সার্বিকভাবে সহযোগিতা করেছে।

পাঠকের মতামত: