ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পণ্যবোঝাই ট্রাক উল্টে নদীতে

পেকুয়া প্রতিনিধি ::20170825_152327-1
পেকুয়ায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নদীতে পতিত হয়। গতকাল ২৫ আগষ্ট শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় এ ঘটনা ঘটে। তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন সিমেন্ট বোঝাই করে ট্রাকটি চট্রগ্রাম শহরের মইজ্জারটেক থেকে পেকুয়া উপজেলা মগনামায় সোনালী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে কাটাফাড়ি-পশ্চিম উজানটিয়া জেটিঘাট সড়কের রুপাইখালের পয়েন্টে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সিমেন্টসহ কাটাফাড়ি নদীতে উল্টে যায়। সোনালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা জানায়, সিমেন্ট তার দোকানে নিচ্ছিলেন। প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার সিমেন্ট পানিতে তলিয়ে যায়।

পাঠকের মতামত: