ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে পৃথক অগ্নিকান্ডে পুড়েছে ১০টি দোকান

চট্টগ্রাম মহানগর ও জেলায় পৃথক দুটি অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোরে জেলার হাটহাজারী ও নগরীর ইপিজেড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে হাটহাজারী উপজেলার বড়দীঘির পাড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৭টি গাড়ি প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুনে শাহজালাল হোটেল অ্যান্ড সুইটস, বার আউলিয়া হোটেল, আবদার ইলেক্ট্রনিক্স, মা টেলিকম, জে.এস মেডিকো, ব্যাটারি চার্জের দোকান, নিউ খাজা মোটরস, রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, কালাম মোটরস নামে ৯টি দোকান পুড়ে গেছে। এসব দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে সকাল ৭টার দিকে নগরীর ইপিজেড নেভী হাসপাতাল গেইটস্থ নৌবাহিনীর মার্কেটে মুম্বাই সুইটস অ্যান্ড বেকার্স নামের একটি মিষ্টির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নৌবাহীনির নিজস্ব ফায়ার সার্ভিসের একটি গাড়ি এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্টোলরুম অপারেটর সারওয়ার জাহান জানান, দুটি অগ্নিকান্ডই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে। হাটহাজারীর অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।

পাঠকের মতামত: