ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লিখনির মাধ্যমে কক্সবাজার এর সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে হবে -কক্সবাজারে দৈনিক আলোকিত সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে কউক চেয়ারম্যান

ALokito-Coxসংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজারে দৈনিক আলোকিত সময়ে এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমেদ বলেছেন, লিখনির মাধ্যমে কক্সবাজার এর সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে হবে। তিনি বলেন, সংবাদ মাধ্যম সমাজের দর্পন। লিখনিতে সমাজের অন্যায় অসঙ্গতি তুলে আনতে হবে।

কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুল আলীম নোবেলের সভাপতিত্বে ফিতা কেটে আলোকিত সময়েল প্রথম প্রতিষ্ঠাবর্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সহকারী রাজিবুল হক রিকো, নারী উদ্যোক্তা নয়ন সেলিনা, দ্বীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, সাংবাদিক মুহিব্বুল্লাহ মুহিব, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক (যুব ও যোগাযোগ) সিয়াম মাহমুদ সোহেল, রূপ নূর এ্যানি, ছাত্র ইউনিয়নের নেতা মোছাদ্দিক হোসেন আবু, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির, সাংবাদিক এস.এম সোহেল, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সদস্য মাহবুব আলম মিরু, আশিকুল মাহমুদ, এস.টি সোহেল, ঈসা রুহুল্লাহ রাহুল, সংবাদকর্মী শফি।

পাঠকের মতামত: