ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আল্লামা শফী

sofনিউজ  ডেস্ক :::

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী।  রাজধানীর প্রাণকেন্দ্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য নামীদামী হাসপাতাল থাকার পরও হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীকে কেন পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে? নিরাপত্তাজনিত কোনো কারণে, নাকি এর পেছনে অন্য আর কোনো কারণ আছে- এমন জল্পনা-কল্পনা এখন সর্বত্র। তবে হাসপাতালের সূত্র জানিয়েছে, আল্লামা শফীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।

নানা জল্পনা-কল্পনা ও অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে পুরান ঢাকার ধূপখোলার আজগর আলী হাসপাতালে। সেখানে হেফাজতের আমিরের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

হাসপাতালের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখা যায় ২০/২৫ জন হেফাজতে ইসলামের নেতা-কর্মী বসে আছেন, সাথে আল্লামা শফীর পরিবারের সদস্যরাও রয়েছেন। আর হেফাজতের আমির আল্লামা শফী রয়েছেন হাসপাতালটির চার তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর প্রেস সেক্রেটারি মুনীর আহমদ।

পাঠকের মতামত: