ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে চলতি মাসে ১২ লাখ স্মার্ট কার্ড বিতরণ

অনলাইন ডেস্ক ::ctg-map

চট্টগ্রাম নগরীতে চলতি মাসের মাঝামাঝি সময়েই বিতরণ হবে ১২ লাখ ২৫ হাজার উন্নতমানের মেশিন রিডেবল জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আগামীকাল রবিবার চট্টগ্রামে আসছে আরো ২৫শ’ কার্টনের মধ্যে ৬ লাখ ২৫ হাজার স্মার্ট কার্ড। রবিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে বন্দর ও ডবলমুরিং এর (বাকি অংশ) এসব স্মার্ট কার্ড এসে পৌঁছাবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম ধাপে প্রায় ৬ লাখ কার্ড এসেছিল। দ্বিতীয়ধাপে ৬ লাখ ২৫ হাজার আসছে রবিবার। পর্যায়ক্রমে চট্টগ্রামে আরো স্মার্ড কার্ড আশা শুরু করবে। সকল কার্যক্রম শেষে সিডিউল তৈরি করলে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামের ভোটারদেরকে এসব স্মার্ড কার্ড নিয়মতান্ত্রিকভাবে বিতরণ করা হবে। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রথম বারের মতো ভোটারদের মাঝে এসব কার্ড বিতরণ করার জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।

পাঠকের মতামত: