ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

যৌতুক মামলায় বিটিভির প্রযোজক কারাগারে

image_176914_0স্ত্রীর করা যৌতুকের মামলায় বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার গুলশান থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র নিশ্চিত করেছে, জাহিদুল ইসলামের স্ত্রী শামসুননাহার বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। আদালত জাহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জাহিদুল ইসলামের বিরুদ্ধে তার স্ত্রী ঢাকার আদালতে যৌতুকের মামলা করেন। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানা মোতাবেক জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ফরিদ মিয়া বলেন, জাহিদের পক্ষে আদালতে জামিন চাওয়া হয়। আদালত আগামীকাল বুধবার তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

-নতুন বার্তা

পাঠকের মতামত: