ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পিটিয়ে টাকা লুট

পেকুয়া প্রতিনিধি ::::

takaপেকুয়ায় শওকত ওসমান (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে টাকা লুট করেছে একদল দুর্বৃত্তরা। এ সময় গুরুতর জখমি অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল সোমবার (৬জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেহআলী মাতবর পাড়ার হাশেম ফকির মাজার সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তি ওই এলাকার মৃত.আবুল বশরের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে শওকত ওসমান ওমান প্রবাসি ভাইয়ের টাকা জমা দিতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেকুয়া শাখায় যাচ্ছিলেন। পথিমধ্যে হাশেম ফকিরের মাজার সংলগ্ন স্থানে পৌঁছলে পুর্ব থেকে ওতপেতে থাকা একই এলাকার মৃত.আবুল খায়েরের ছেলে শামসুল আলম, মোজাম্মেলের ছেলে হাকিম আলীসহ ৪-৫জনের একদল দুর্বৃত্তরা তাকে ইট দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। তার আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দ্রুত সটকে পড়ে। এ ব্যাপারে আহত শওকত ওসমান জানায় আমার এক ছোট ভাই ওমানে থাকে। একজনকে ভিসা দিয়েছে মগনামায়। ভিসা বিক্রির টাকা দু’লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার একাউন্টে জমা দিতে পেকুয়া বাজার ব্যাংকে যাওয়ার পথে তারা হামলা চালিয়ে সব টাকা ছিনিয়ে নেয়।

পাঠকের মতামত: