ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

pm55অনলাইন ডেস্ক :::

আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ডসহ একটি বিশেষ সীলমোহর উন্মোচন করেন।

এ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড ইস্যু করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা।

জানা যায়, ঢাকার জিপিও আজ থেকে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড বিক্রি শুরু করেছে, যা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসমূহেও পাওয়া যাবে। এছাড়া দেশের চারটি জিপিওতে বিশেষ সীলমোহরযুক্ত খাম বিক্রির ব্যবস্থা করা হয়েছে, যা উদ্বোধনী খাম হিসেবে ব্যবহার করা যাবে।

পাঠকের মতামত: