ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ডায়াবেটিকস রোগীনির আত্মহনন!

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ::

দীর্ঘদিন ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে মানষিকভাবে বির্পযস্ত এক গৃহবধু আত্ম হত্যা করেছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর ওমখালী গ্রামে ১০ জানুয়ারী মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।attohotta_2

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর ওমখালী গ্রামের আবু ছিদ্দিকের স্ত্রী তাহেরা বেগম (৪৫) দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস রোগে ভোগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসাও করেন। কিন্তু এই রোগটি দীর্ঘদিন সেরে না ওঠায় কারণে সে চরম ভাবে মানষিক যন্ত্রণায় কাতর হন।

গৃহ বধু তাহেরার ভাই স্থানীয় ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবদুল হক জানান, তার বোন তাহেরা ডায়াবেটিকস রোগে আক্রান্ত হয়ে মানষিক যন্ত্রণায় ভোগেন। এরই ধারাবাহিকতায় ১০ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯ থেকে দুপুর ১টার মধ্যে স্বামীর ঘরের সকল সদস্যদের অনুপস্থিতির সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরো জানান,খবর পেয়ে আমার বোনের মৃত দেহ উদ্ধার করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কক্সবাজার থেকে বিনা ময়না তদন্তে বোনের মৃত দেহ দাফনের জন্য সন্ধ্যায় অনুমতি নেওয়া হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছেন, গৃহবধু তাহেরার আত্মহত্যা ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

পাঠকের মতামত: