ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে বীচ কার্নিভাল পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ::::
mail
36এক ঘেয়েমী ভাবে কক্সবাজারে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বীচ কার্নিভাল। ৩০ ডিসেম্বর বিকালে সৈকতের সী-ইন পয়েন্টে জরাজীর্ণ কার্নিবভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বীচ কার্নিভাল আয়োজন প্রশ্নবিদ্ধ। কোন কার্নিভালে আগে এক মাস থেকে দেশব্যাপী প্রচারণা করা দরকার। কিন্তু হুট করে তাড়াহুড়ো করে কেন এই কার্নিভালে আয়োজন। কেনইবা ফলাও ভাবে প্রচার করা হয়নি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সচেতন মহলে। বক্তারা হতাশা প্রকাশ করে আরো বলেন, সরকার পর্যটন শিল্প বিকাশে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। এর লক্ষ্য হলো বিশ্বজুড়ো কক্সবাজারসহ বাংলাদেশের পর্যটন শহরকে ব্যাপকভাবে সুপরিচিত করা। কিন্তু কার্নিভাল ইভেন্টস এর নামে প্রচারণাহীন এই আয়োজন পর্যটন শিল্প বিকাশে উল্টো নেতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে গুঞ্জন উঠে, কার্নিভাল ইভেন্টস এর নেপথ্যে কারা জড়িত এটাও সবার কাছে সুষ্পষ্ট নয়। একটি চক্র পর্যটন কর্পোরেশনের নাম ব্যবহার করে কার্নিভালের নাম দিয়ে কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ বীচ কার্নিভাল করছে। ওই চক্রের সদস্যদের পকেটে পকেটে কার্নিভালে টাকা ভাগবাটোয়ারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া অনুষ্ঠানে নেই দেশের কোন খ্যাতনামা ব্যক্তিত্ব বা আইকন। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাইমুম সরওয়ার কামাল এমপি। উদ্বোধকের বক্তব্য রাখেন, আশেক উল্লাহ রফিক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, যুগ্ন সচিব মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। উপস্থিত অতিথিদের মাঝেও আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

পাঠকের মতামত: