ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বাল্য বিয়ে ঠেকালেন প্রশাসন, পিতা গ্রেফতার

চকরিয়া অফিস:

চকরিয়াbbpয় পঞ্চম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ের কবল থেকে উদ্ধার করলেন প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি মো.মাহাবুব-উল করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন। ওইসময় শিশুর বাবাকে গ্রেফতার করে পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবউল করিম জানান, পরীক্ষার ফলাফল বের হওয়ার ঠিক আগ মুহুর্তে লামা উপজেলার বেলাল উদ্দিনের ছেলে রাজমেস্ত্রী লাভু’র সাথে পরিচয় হয় মীর কাশেমের। পরে লাভুর সাথে নিজের মেয়ে মর্জিনার বিয়ের ঠিক করেন তিনি। সোমবার রাতে অনেকটা ধুমধাম করে মেহেদী অনুষ্ঠান করে দুই পরিবার। মঙ্গলবার মীর কাশেমের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে খাওয়া-দাওয়ার আয়োজন হয়।শিশু ছাত্রীর বিয়ে খবর পেয়ে অভিযান চালায়। এসময় চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসি। পরে মেয়ের বাবা মীর কাশেম উপস্থিত হলে তাকে গ্রেপ্তার করে ওই চারজনকে ছেড়ে দিই। অপ্রাপ্ত মেয়েকে সাবালক না হওয়া পর্যন্ত মা জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়।

পাঠকের মতামত: