আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :::
বান্দরবানের আলীকদম থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি এলজিসহ ৩ সন্ত্রাসী আটক হয়েছে। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে এসআই খাইরুল ওয়ারা রবিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
রবিবার রাতে পুলিশের প্রেসবিজ্ঞতে জাননো হয়, উপজেলার আলোঝিরি এলাকার চন্দ্রমনি পাড়ার বাশিয়া ত্রিপুরার বাড়িতে পুলিশ ভোররাতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে ১টি দেশীয় তৈরি এলজি, ৩টি এসএমজি সদৃশ্য কাঠের তৈরি ডামি (নকল) বন্দুক পাওয়া যায়।
অস্ত্র রাখার অভিযোগে এ সময় তিনব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন থানচি উপজেলার বিলরাং পাড়ার পাড়ার বাশিয়া ত্রিপুরার পুত্র কেতং ত্রিপুরা (৪১), আলীকদম উপজেলার থিংকু পাড়ার চারগেয় ত্রিপুরার পুত্র ক্যমং ত্রিপুরা (৪৮) ও প্রভাত পাড়ার মৃত চন্দ্রহা ত্রিপুরার পুত্র ছবিরাম ত্রিপুরা (২৫)।
রবিবার রাতে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, আটককৃত তিনব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত: