ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মাওলানা এহছানুল হক বদরী ছিলেন আদর্শ মানুষ তৈরীর কারিগর

capture-1চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলাধীন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এহছানুল হক বদরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি উপজেলার বদরখালী ইউনিয়ন ১নং ব্লাক মগনামা পাড়ায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে অতিথির বক্তব্যে চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট জননেতা আলহাজ¦ আরিফুর রহমান চৌধুরী মানিক বলেছেন, মরহুম মাওলানা এহছানুল হক বদরী তার জীবদ্দশায় আদর্শ ও যোগ্য মানুষ তৈরীতে কাজ করেছেন। তাহার অনেক ছাত্র আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে গিয়ে দেশের জন্য ও এলাকার জন্য অবদান রেখে চলছে। তিনি যেমনিভাবে একজন যোগ্য শিক্ষক ছিলেন, তেমনিভাবে একজন দক্ষ সংগঠক ছিলেন। তার যোগ্য নেতৃত্বে মাদরাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে। সমাজ উন্নয়নেও রয়েছে তার যতেষ্ট অবদান। উল্লেখ্য তিনি ১৩ ডিসেম্বর ২০১৫ সালে মাদ্রাসায় আসার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালীন জগতে চলে যান। সভার শুরুতে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন,খতমে তাহলিল ও সবশেষে মিলাদ শরীফ আদায়ের পর বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন চকরিয়া শহর জামায়াতের আমীর হেদায়ত উল্লাহ, চকরিয়া উপজেলা পশ্চিম শাখার আমীর মোজাম্মেল হক, চকরিয়া পশ্চিম শাখা ছাত্র শিবিরের সভাপতি মো: কুতুব উদ্দিন, বদরখালী মাদরাসার সকল শিক্ষক, পূর্ববড়ভেওলা জয়নাল আবদীন মহিউচ্ছুন্নাহ মাদরাসার সকল শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

পাঠকের মতামত: