ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় অপহরণের সাড়ে আট মাস পর তরুণী উদ্ধার

uddar_1ইমরান হোসাইন, পেকুয়া :::

পেকুয়ায় অপহরণের সাড়ে আট মাস পর জয়নাবা সুলতানা আখি (১৮) নামের এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। সে রাজাখালী ইউনিয়নের রায়বাপের পাড়া এলাকার কায়সার উদ্দিনের মেয়ে।

 বুধবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার উপ-পরিদর্শক বিমল কান্তি দেব একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে একই এলাকার জামাল উদ্দিনের পুত্র আজিজুর রহমানের বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করে।

 পেকুয়া থানা সুত্রে জানা গেছে, চলতি বছরের ১৫এপ্রিল ওই তরুণীকে অপহরণের অভিযোগে তার মা শাকেরা বেগম বাদী হয়ে থানায় মামলা (নং-০৭) দায়ের করেন। এরপর বিগত প্রায় সাড়ে আটমাস ওই তরুণীর সন্ধান পায়নি পুলিশ। এরমধ্যে পরিবর্তন হয় মামলার তদন্তকারী কর্মকর্তা।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, উদ্ধারকৃত তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: