ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

পেকুয়ায় ১৬ সংগঠন ও ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

imag3498পেকুয়া প্রতিনিধি :::
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের তালিকাভুক্ত ১৬টি সংগঠন ও ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে সংগঠনগুলোর কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে ফুটবল, বেডমিন্টন, ক্রিকেট ও ভলিবল খেলার সামগ্রী রয়েছে।

ক্রীড়া সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর পরিচলানায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বারবাকিয়া ক্রিকেট একাডেমির কোচ আমির আবদুল্লাহ ও রাজাখালী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আমিন উল্লাহ।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, গ্রামে গঞ্জে ক্রীড়ার প্রসার ঘটাতে বিভিন্ন ক্লাব ও সংগঠনকে উপজেলা পরিষদের তালিকাভুক্ত করা হয়। এরপরই এসব সংগঠনকে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: